চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : মায়ানমার আরাকান রাজ্যে, রোহিঙ্গা জাতির উপর বর্বর হামলার প্রতিবাদে চুনারুঘাট উপজেলা শহরে শুক্রবার বিকালে যুব উলামা ঐক্য পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শায়খুল হাদীস জহুর আলীর সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন যুব উলামা ঐক্য পরিষদ চুনারুঘাট উপজেলা সভাপতি মাওঃ আবদুল কাইয়ূম, মাওঃ তৈয়্যব আলী, মাওঃ আজিজুল হক চৌঃ, মাওঃ লুৎফুর রহমান, মাওঃ মতিউর রহমান, মাওঃ সালমান আহমদ, মুশাহিদ আহমদ, মাওঃ জহুর আলী, মুহতামিম আসলা মাদরাসা, মাওঃ আবদুল্লাহ, মাওঃ ফারুক আহমদ, মাওঃ নূরুদ্দীন আহমদ, মারুফ আহমদ, হাঃ জয়নাল আহমদ, হাঃ আশরাফ আলী সহ যুব উলামা ঐক্য পরিষদের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগন।
বক্তারা রোহিঙ্গা হত্যা-নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে সরকারের প্রতি আহবান জানান। যেন আশ্রীত সকল রোহিঙ্গাদের সার্বিক সহযোগিতা রাষ্ট্রিয় ভাবে করা হয়। এবং জাতিসঙ্গের রোহিঙ্গা বিষয়ক আনান কমিশনের প্রস্তাবিত নীতামালা বাস্তবায়নে মিয়নমারকে বাধ্য করতে বিশ্ব জনমত গঠন করা হয়।