রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ মিয়ানমারের রাখাইনে মুসলিম সম্প্রদায়ভূক্ত রোহিঙ্গাদের নির্যাতন, হত্যা ও ধর্ষনের মতো ভয়াবহ গণহত্যা চালানোর প্রতিবাদে সোমবার সকাল ১০ টায় হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় সম্মুখস্থ প্রধান সড়কের পাশে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ করেছে জেলা আইনজীবি সমিতি।
সংশ্লিষ্ট সমিতির সভাপতি এডভোকেট আফিল উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারী এডভোকেট লুৎফুর রহমান তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মসূচী চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এডভোকেট আলাউদ্দিন তারফদার, এডভোকেট আকবর হোসেন জিতু, এডভোকেট আলমগীর চৌধুরী, এডভোকেট আবুল ফজল, এডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, এডভোকেট রুহুল হাসান শরীফ, এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, এডভোকেট জুনায়েদ আহমেদ, এডভোকেট ইলিয়াছ মিয়া, এডখোকেট মুজিবুর রহমান কাজল ও এডভোকেট কামাল আহমেদ প্রমুখ।
বক্তারা, মুসলিম নিধনের নামে বৌদ্ধ সম্প্রদায়কে নিয়ে সামরিক জান্তা রাখাইনে নির্বিচারে মুসলিম সম্প্রদায়ের শিশু-নারী-পুরুষকে নৃশংসভাবে হত্যার নিন্দা জানিয়ে বলেন, অথচ আমাদের এই বাংলাদেশে বৌদ্ধ-হিন্দু-খৃষ্টান সম্প্রদায়কে নিয়ে আমরা মুসলামান এক সাম্প্রদায়িক সম্প্রীতির মাঝে বাস করছি। কিন্তু সুচীর নের্তৃত্বে মিয়ানমারের সামরিক জান্তা আন্তজার্তিক আইন ও মানবাধিকার লংঘন করে এহেন নারকীয় হত্যার এক মহোৎসব শুরু করেছে। যা কখনও মেনে নেয়া যায় না।
বক্তারা বলেন, এজন্য মায়ানমারকে একদিন না একদিন চরম মূল্য দিতে হবে। বক্তারা মায়নমারের অভ্যন্তরে জাতিসংঘের নের্তৃত্বে সৈন্য পাঠিয়ে রোহিঙ্গাদের রক্ষা সহ তাদেরকে সমুচিত জবাব দিতে অতি দ্রুত জাতিসংঘ সহ বিশ্বের প্রতিটি রাষ্ট্রের প্রতি আহবান জানান।