নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের খোয়াই নদীতে নৌকাডুবির ঘটনায় আরো একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে এখন পর্যন্ত চারজনের লাশ উদ্ধার করা হলো। শনিবার দুপুরে বানিয়াচং উপজেলার সাঙ্গর এলাকা থেকে এ লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো সাতজন নিখোঁজ রয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাত ৮টার দিকে শহরের চৌধুরী বাজার এলাকা থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা ৫০ জন যাত্রী নিয়ে কাশিপুর যাচ্ছিল। পথে খোয়াই নদীর লম্বাবাদ এলাকায় পৌঁছার পর অতিরিক্ত যাত্রীর কারণে নৌকাটি ডুবে যায়। এ সময় অনেকেই সাঁতরে নদীর পাড়ে উঠতে পারলেও কয়েকজন নিখোঁজ হন।
হবিগঞ্জ সদর থানার (ওসি) তদন্ত মানিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নৌকাডুবির ঘটনায় এ পর্যন্ত চার জনের লাশ উদ্ধার করা হয়েছে।