নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি: শেভরন বাংলাদেশের সহযোগীতায় ও ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স ( আইডিয়ার) উদ্যেগে বিবিয়ানা কমিউনিটি ড্রীভেন গ্রীন ইনশিয়েটিভস (সি.ডি.জি.আই) প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা গতকাল রবিবার সকালে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি রহমান কমিউনিটি সেন্টারে বিশাল ঝাকজমকপুর্ন ভাবে অনুষ্টিত হয়েছে। আইডিয়া নির্বাহী-পরিচালক নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য জেলা জাতীয় পার্টির সভাপতি এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ লুৎফর রহমান, ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, শেভরন বাংলাদেশের পরিচালক নাসের আহমদ, ইউপি চেয়ারম্যান মোঃ ছালিক মিয়া, আব্দুল বাতেন, নিরাপত্তা অফিসার মোঃ কামরুজ্জামান। এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আ্ওয়ামীলীগের সভাপতি গোলাম হোসেন, কৃষক গিয়াস উদ্দিন, আব্দুল আহাদ ভান্ডারী, কৃষানী ডলি রানী দাশ প্রমুখ।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটি এম সালাম, সাধারন সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, সাবেক সাধারন সম্পাদক এম এ আহমদ আজাদ, এনটিভি প্রতিনিধি তছনু আহমদ চৌধুরী প্রমুখ। এদিকে অনুষ্টানকে গীরে আইডিয়ার উদ্যেগে বিভিন্ন এলাকা থেকে আগত সফল কৃষকদের জৈবিক উপায়ে ধান চাষ, কৃষি খামারে টমেটো, কাচা মরিচ চাষ ও মাছ চাষের খন্ড চিত্র তুলে একটি প্রদর্শনী দেখানো হয়। উক্ত প্রদশনীটি সাধারন মানুষকে প্রানবন্ধ করে তোলে।