চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাটে জি অার (গিয়াস-রিজিয়া) ফাউন্ডেশন ইউ,কে’র উদ্যোগে শিশুদের মাঝে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার বিকাল ৪টায় উপজেলার কেউন্দা গ্রামের লন্ডনী বাড়ির সামনে ঈদ উপলক্ষে এ ফুটবল ম্যাচের অায়োজন করা হয়। এ খেলায় লাল দল বনাম-নীলদলের মাঝে খেলায় চলে।
এতে লাল দল ৩-১ গোলের ব্যাবধানে জয়ী হয়। খেলা শেষে বিজয়ী লাল দলের হাতে পুরুস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জি,অার ফাউন্ডেশনের প্রতিষ্টাতা চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক মোঃ গিয়াস উদ্দিন।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন-কেউন্দা গ্রামের অাজগর অালী, মাওঃ অাছকির মিয়া, ছুরাব মিয়া, জাহাঙ্গীর মিয়া, ফিরুজ মিয়া, অলিউর রহমান, ফয়সাল মিয়া, লালদলের অধিনায়ক সাইফুল, নীল দলের শরিফুল ।