মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৮:৪৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
হবিগঞ্জ জেলার অনলাইন নিউজ পোর্টালের মধ্যে অন্যতম ও সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী গণমাধ্যম দৈনিক শায়েস্তাগঞ্জ ডট কম-এ জরুরী ভিত্তিতে হবিগঞ্জ,নবীগঞ্জ,শায়েস্তাগঞ্জ,চুনারুঘাট,মাধবপুর,বাহুবল,বানিয়াচং,আজমিরিগঞ্জ,থানার সকল ইউনিয়ন,কলেজ, স্কুল থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন নিম্ন ঠিকানায় ইমেইল করার জন্য বলা হলো। Email : shaistaganjnews@gmail.com Phone: 01716439625 & 01740943082 ধন্যবাদ, সম্পাদক দৈনিক শায়েস্তাগঞ্জ

অভিভাবকহীন নবীগঞ্জের কিবরিয়া রোড !! সড়কটির বেহাল দশা

দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক ::
  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০১৭

ছনি চৌধুরী,নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের ঢাকা-সিলেট মহা সড়কের সাথে সংযুক্ত বেশ কয়েকটি গ্রামের একমাত্র রাস্তা সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া রোড বেহাল দশায় পরিণত হয়েছে । দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল,কলেজের শিক্ষার্থী সহ দেওতৈল,দরবেশপুর দাউদপুর,রঘু দাউদপুর বোয়ালজুরা,কারখানা,বহরমপুর গ্রামসহ ্ওই অঞ্চলের হাজার হাজার সাধারণ মানুষকে ।

রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় সিএনজি,রিকশা, কিবরিয়া রোড দিয়ে আসতে চায় না। এতে করে সাধারন মানুষের দূর্ভোগ চরম আকার ধারণ করে । অভিযোগ রয়েছে কয়েক বছর পূর্বে উক্ত সড়ক সংস্কারের কাজে ব্যাপক অনিয়ম দূর্নীতির মাধ্যমে প্রায় ৩৩ লক্ষ টাকা ব্যয়ে সংস্কার কাজ সম্পন্ন হলেও নিম্নমানের মালামাল ব্যবহার করায় কিছুদিন যেতে না যেতেই সড়কের অনেক স্থানে বড় বড় র্গতে সৃষ্টি হয়ে গত ৩ বছর ধরে ভাঙ্গাচুরা রাস্তা দিয়ে এলাকাবাসীকে এই সড়ক দিয়ে চরাচল করতে হয়। এতে প্রায় সময় রাস্তার সাধারণ পথচারীদের দূর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে । এই সড়কের বেহাল দশার দেখার যেন কেউ নেই ?

এর মধ্যে অল্প বৃষ্টি হলেই পানি জমে গর্ত গুলোতে কাদা, নর্দমা একাকার হয়ে সড়কটি যেন পুকুরে পরিনত হয়। খোঁজ নিয়ে দেখা যায়, ৫নং আউশকান্দি ইউনিয়নের দেওতৈল,ও দীঘলবাক ইউনিয়নের দরবেশপুর দাউদপুর, বোয়ালজুরা,কারখানা,বহরমপুর গ্রামের হাজার হাজার মানুষ আউশকান্দি হিরাগঞ্জ বাজারের এবং নবীগঞ্জ উপজেলা যেতে হলে গ্রাম থেকে বের হয়ে আসার এটাই একমাত্র রাস্তা। বড় বড় গর্ত হয়ে যানবাহন চলাচলে মারাত্মক অসুবিধার সৃষ্টি হচ্ছে সেই সাথে বিপাকে পড়েছেন স্কুল কলেজে পড়–য়া শিক্ষার্থীরা ও। সড়কটিতে বড় বড় গর্তের কারণে দূর্ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এতে অনেক প্রাণহানীসহ নানা সমস্যায় পরতে হচ্ছে সাধারন মানুষদেরকে।

এছাড়া সড়কে দ্রুতগামী যানবাহনগুলো সড়কের ভাঙ্গার একমাত্র কারন বড় গর্তরে জন্য ওই সড়কে যানচলাচল আগের তুলনায় অনেকটা কমে গেছে বলে জানান স্থানীয় লোকজন। সাধারণ মানুষের পাশাপাশি,চরম সংকটময় সময় খাটাচ্ছে আউশকান্দি র,প, উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের হাজার হাজার শিক্ষার্থীরা।

একজন কলেজ ছাত্র জানান, আমাদের চলাচলের এই সড়কের এমন অবস্থা হয়েছে যেখানে কলেজে যেতে ১০ থেকে ১৫ মিনিটে লাগতো সেখানে এখন প্রায় ৪০ থেকে ৪৫মিনিটের ও বেশি সময় লাগে। সড়কের দশা বেহাল হওয়ায় আগের মতো গাড়ী পাওয়া যায়না তাই অপেক্ষা করে সময় নষ্ট না করে আমরা পায়ে হেটেই কলেজ যাই। হেটে গিয়ে অনেকটা ক্লান্ত হয়ে যাই। যার কারনে ক্লাসে তেমন মনযোগ থাকে না। বিশেষ করে চরম বিপাকে পড়তে হয় পরীক্ষার সময়। কারণ পরীক্ষার নির্দিষ্ট সময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়া যায়না।এব্যাপারে নবীগঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলী সৈয়দুর রহমানের সাথে একাধিক বার যোগাযোগ করা হলে তিনি তেমন কর্ণপাত করেননি । অবশেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন ২০১৭-১৮ অর্থ বছরের বরাদ্দ পেলেই দ্রুতগতিতে এই রাস্তার সংস্কার কাজ শুরু হবে ডিসেম্বর এর ভিতরেই। তাই রাস্তা মেরামতের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 shaistaganj.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarshaista41
error: Content is protected !!