নিজস্ব প্রতিনিধি : মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের উপর সেই দেশের সেনাবাহিনী ও বৌদ্ধদের গণহত্যার প্রতিবাদে বানিয়াচংয়ে বিক্ষোভ পালন করেছে সর্বস্তরের আলেম ওলামা।
শুত্রবার (১ সেপ্টেম্বর) আছর নামাজের পর বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজার জামে মসজিদ হইতে একটি বিক্ষোভ মিছিল বের করেন সর্বসত্মরের আলেম ওলামাগণ।
মিছিলটি মসজিদের সামন থেকে আরম্ভ হয়ে বাজারের গুরম্নত্বপুর্ণ রাসত্মা প্রদক্ষিন করে পুনরায় একই জায়গায় এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন,মিয়ানমারের সরকারের নির্দেশে সেই দেশের সেনাবাহিনী ও বৌদ্ধরা রোহিঙ্গা মুসলিম পরিবারের অসহায় শিশু,কিশোর,নারী-পুরুষদের গণহত্যা চালাচ্ছে।
অবিলম্বে এই গণহত্যা বন্ধ,সীমামত্ম খুলে দেয়া ও আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠন করে গণহত্যায় জড়িতদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ,নির্যাতন বন্ধে সকল মুসলিম দেশ গুলোকে এক হওয়ায় আহবান জানান। মিছিলে সর্বস্তরের আলেম ওলামা ছাড়া ও বিপুল সংখ্যক জনসাধারন অংশগ্রহন করেন। এর পূর্বে সারা বিশ্বের মুসলমানদের জন্য এক বিশেষ দোয়া করেন মাওলানা মখলিছুর রহমান ।