নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলার মাধবপুরে অভিযান চালিয়ে গাজাঁ সহ ১জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (১ মার্চ) বেলা ১১টায় মাধবপুর বাজার ব্রীজ সংলগ্ন এলাকা থেকে আটক ও গাজা উদ্ধার করা হয়।
র্যাব শ্রীমঙ্গলের স্কোয়াড্রন লীডার এ এন এ মুসাব্বীরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, রোববার বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতি ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার মাধবপুর ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি গাজাঁ সহ লক্ষিপুর জেলার রায়পুর থানার চরগাছিয়া গ্রামের খলিলুর রহমানের ছেলে মো: ইসমাইল (৪৬)কে আটক করা হয়।
র্যাব আরও জানায়, সে দীর্ঘ দিন যাবত মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের সাথে জড়িত মর্মে স্বীকার করেছে। সে বি-বাড়ীয়ার আখাউড়া হইতে মাদকদ্রব্য ক্রয় পূর্বক আমদানী করিয়া মাধবপুর সহ আশপাশ এলাকায় কৌশলে বিক্রয় করিয়া থাকে।
উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত আসামীকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।