প্রেস বিজ্ঞপ্তি ॥ আগামী ৪ঠা মার্চ বুধবার হবিগঞ্জ চুনারুঘাটের মুড়ারবন্দ দরবার শরীফে পবিত্র ওরস মোবারক ও ভক্ত সমাবেশ অনুষ্ঠিত হবে। পীরে মুকাম্মেল মুর্শেদে কামেল আলা হযরত শাহ সুফী সৈয়দ সাঈদ আহম্মদ চিশতী (রঃ) এর স্বরণে প্রতি বছরের ন্যায় এবারো শান্তিপূর্ণ ভাবে ৫৯তম পবিত্র ওরস ও ভক্ত সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে ঐদিন কোরআন তেলাওয়াত, জিকির আসকার, বাদ এশা মিলাদ মাহফিল, সামা মাহফিল শেষে আখেরী মোনাজাতের মাধ্যমে ওরস সমাপ্ত হবে।
উক্ত ওরস সফল করার লক্ষ্যে সকল মুরিদান, ভক্ত বৃন্দকে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ১২০ আউলিয়ার দরবার শরীফ মুড়ারবন্দ বর্তমান মোতাওয়াল্লী গদ্দিনীশিন শাহজাদা আলহাজ্ব সৈয়দ সফিক আহমেদ সফি চিশতী।