নিজস্ব প্রতিনিধি : দেশব্যাপী বিএনপি-জামায়াতের নাশকতার প্রতিবাদে বাহুবলে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা মানববন্ধন করেছেন।
রোববার (১মার্চ) দুপুরে বাহুবল বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বাহুবল উপজেলা কমান্ডের কমান্ডার ডা. আবুল হোসেন (সাবেক ইউপি চেয়ারম্যান), ডেপুটি কমান্ডার মোঃ নূর মিয়া, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ ফিরোজ মিয়া ও সাবেক ডেপুটি কমান্ডার কাশেম আলী প্রমুখ।
বক্তাগণ জনস্বার্থে বিএনপি-জামায়াতের চলমান নাশকতার বন্ধে সরকারের প্রতি আহ্বান জানান। এ মানববন্ধনে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের ২ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।