নিজস্ব প্রতিনিধি : বাহুবল উপজেলার মিরপুর ১ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরনী ও অভিভাবক সমাবেশ অনুষ্টিত হয়েছে বৃহস্পতিবার ২৪ আগস্ট দুপুর ১২ টার সময় স্কুল মাঠে এই সমাবেশ অনুষ্টিত হয়।
সাংবাদিক মোঃ সমুজ আলী রানার সভাপতিত্বে ও প্রাধান শিক্ষক শফিকুর রহমানের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রাধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ রুহুল ছগীর,বিশেষ অতিথি ছিলেন সহকারী শিক্ষা অফিসার রিংকু দাস, মিরপুর বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি বাবু নিরুঞ্জন সাহা নিরু,অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন ৬ নং মিরপুর ইউপি সদস্য শামীম আহমেদ,রিপন দেব,নজরুল ইসলাম,পারভীন আক্তার,তানিয়া ফেরদৌস,হেনা রানী দেব,হেপী রানী দেব,জসীম উদ্দিন প্রমুখ। সভা শেষে প্রধান অতিথি মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন করেন।