স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে আজ বুধবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন এ কথা জানিয়েছে। আজ জিলহজ মাসের চাঁদ দেখা গেলে আগামী ২ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা পালিত হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা হবে। এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে বাদ মাগরিব বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।