চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের রানীরকোর্ট ও আলী রাজাপুর গ্রামের অতি বৃষ্টির কারণে চলাচলের অনুপযোগী রাস্তায় বালু ফেলে জন চলাচলের উপযোগী করে দিলেন উপজেলার গংঙ্গানগর গ্রামের আঃ সালাম খাঁনের পুত্র সাগর খাঁন হিরন।
সরেজমিনে দেখা যায়, ২২ আগস্ট দিন ভর ট্রাক্টর দিয়ে নিজ অর্থে ক্রয়কৃত বালু দিয়ে ওই রাস্তা গুলোর গর্ত ও অতি কাদাযুক্ত স্থানে ফেলে রাস্তা গুলোগে মোটামুটি ভাবে চলাচলের উপযুক্ত করতে তৎপরতা দেখান নিজে উপস্থিত থেকে সাগর খাঁন হিরন।
তার এ উদ্যোগকে স্বাগত জানান এলাকার সচেতন মহল।