নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট ও বানিয়াচঙ্গে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহতরা হল চুনারুঘাট উপজেলার রানীকোড গ্রামের মানিক মিয়ার কন্যা মায়িশা আক্তার (২) ও বানিয়াচং উপজেলার শ্রীরামপুর গ্রামের শিপু রায়ের পুত্র জনি রায় (২)।
গতকাল সকাল সাড়ে ১০ টায় এ ঘটনা ঘটে। জানা যায়, গতকাল উল্লেখিত সময়ে চুনারুঘাট রানী কোড গ্রামের শিশু মায়িশা বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এ সময় পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পার্শ্ববর্তী ডুবে যায়। স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকমৃত ঘোষণা করেন।
অপরদিকে, বানিয়াচং শ্রীরামপুরে শিশু জনি রায়কে অন্য শিশুদের সাথে খেলতে দিয়ে তার মা পারিবারিক কাজকর্ম করছিল। কাজ শেষে শিশুকে বাড়ির বারান্দায় দেখতে না পেয়ে অনেক খোজাখুজি করে পার্শ্ববর্তী পুকুরে ভাসতে দেখে। পরে স্থানীয়রা উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকতাকে মৃত ঘোষণা করে।