নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজারে পাহাড়িকা ট্রেনে পেট্রোল বোমা হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিবিরের এক নেতাসহ ছয়জনকে আটক করেছে যৌথ বাহিনী।
শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত বিজিবি, মাধবপুর, চুনারুঘাট ও শায়েস্তাগঞ্জ থানা পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটক নেতাকর্মীরা হলেন- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা ছাত্রশিবিরের সাবেক বায়তুল মাল সম্পাদক আমির হোসেন নোমান (২০), শায়েস্তাগঞ্জ পৌরসভার পশ্চিম লেঞ্জাপাড়া গ্রামের সুজন মিয়া (২০), উচাইল গ্রামের হেলাল মিয়া (৩০), ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা সাতবর্গ গ্রামের সজল রায় (২৮), মাধবপুর উপজেলার ছাতিয়াইন গ্রামের সাহাব উদ্দিন (২০) ও একই গ্রামের আব্দুস সোবহান (৩০)।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, শুক্রবার রাতে সিলেটগামী পাহাড়িকা ট্রেনে পেট্রোল বোমা হামলায় তিন যাত্রী দগ্ধ হন।
এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে শায়েস্তাগঞ্জ, মাধবপুর ও চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নেতৃত্বে পুলিশ এবং বিজিবির টহল বাহিনী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ছয়জনকে আটক করে।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাসুদুজ্জামান মনির বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।