ডেস্ক : খবর সংগ্রহের জন্য দৈনিক শায়েস্তাগঞ্জ অনলাইন পত্রিকার সৌদিআরব প্রতিনিধি মোঃ মিজানুর রহমান আহত হয়েছেন।
গতকাল দাম্মামের আবকিক থেকে জুবাইল বিএনপির জনসভার খবর সংগ্রহের জন্য তিনি একটি প্রাইভেটকার যোগে যাচ্ছিলেন।আবকিক জেলা বিএনপির গাড়ীবহরের মধ্যে সভাপতি গাজী শাহ আলম, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, যুগ্ন সম্পাদক ইয়ার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ গাড়ীতে ছিলেন।
গন্তব্য স্হানে পৌছার কিছুক্ষন পূর্ব মহুর্তে আল যুবাইল হাই রোডে বহরে থাকা তিনটি প্রাইভেটকারের মধ্যে পেছন থেকে থেকে সংঘর্ষ বাধে, এতে সভাপতি গাজী শাহআলম ও নুরুজ্জামানের কারটি সম্পূর্ন ড্যামেজ হয়ে যায়।
নিয়তির নেক বদৌলতে আমাদের প্রতিনিধি মিজানুর রহমানের মাথা ও ঘাড়ে এবং ইয়ার হোসেনের বুকে সাময়িক আঘাত পেলে ও তিনটি কারের বাকী সবাই সম্পূর্ন সুস্হ রয়েছেন।