বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে দেশব্যাপি বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল।
বৃহস্পতিবার দেশের প্রত্যেক জেলা ও মহানগরে এই কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস উদ্দিন মামুন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগেবিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক আতাউল হকের আদালত এ পরোয়ানা জারি করেন। গ্রেফতার সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৯ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারমান তারেক রহমান গত ৭ নভেম্বর লন্ডনে এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘পাকবন্ধু’আখ্যায়িত করে বলেন, তিনি ‘পাকিস্তানি পাসপোর্টে দেশে ফিরে রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছিলেন এবং এ কারণে তার বিরুদ্ধে ‘দেশদ্রোহিতার মামলা হওয়া উচিৎ।