নিজস্ব প্রতিবেদক,অলিপুর থেকে : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে হবিগঞ্জ সদর উপজেলার অলিপুরে নূরপুর ও ব্রাম্মনডুরা ইউনিয়ন যুবলীগের উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৫টায় অলিপুর সিটিপার্কের চাইনিজ রেস্টুরেন্টে শোক সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা যুবলীগের সভাপতি ফজল উদ্দীন তালুকদারের সভাপতিত্বে ও জাকির হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী সিরাজুল ইসলাম,আদিল হোসেন জজ,নূরপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহব্বায়ক জলফু মিয়া,সদস্য সচিব ইসহাক আলী সেবন,আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ মুখলিছ মিয়াসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা।