নিজস্ব প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকীতে হবিগঞ্জে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, শোক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনটির সূচনা করা হয়। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রতি শান্তি কামনায় দোয়া করা হয়।
মঙ্গলবার ১৫ আগষ্ট সকাল ৯টায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন সংগঠন নিমতলা থেকে এক শোক র্যালি বের করে। এতে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ খান, সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, জেলা প্রশাসক মনিষ চাকমা, পুলিশ সুপার বিধান ত্রিপুরাসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। শোক র্যালী শেষে নিমতলা প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে যৌথভাবে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে জেলা প্রশাসন, জেলা স্বাস্থ্য বিভাগ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) জেলা শাখা। মেডিকেল ক্যাম্পে প্রায় ৩ সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।