বিনোদন ডেস্ক ॥ ‘নাটক হোক শৃংখলিত মানুষের মুক্তির গান’ এই গ্লোগানকে সামনে রেখে ১৯৯৩ সালে যাত্রা শুরু করে ‘দেশ নাট্যগোষ্ঠী।’ বাংলার ঐতিহ্যবাহী নাট্যরীতিসহ বিশ্ব নাট্যকে ছোঁয়ার প্রত্যয়ে এ দলটিতে এরই মধ্যে একঝাঁক নাট্যকর্মী কাজ করছে।
মঞ্চ ও পথনাটকে অভিনয় করতে আগ্রহী, উদ্যেমি তরুন-তরুনীরা যোগাযোগ করতে পারেন।
অচিরেই মঞ্চ নাটক নিয়ে দেশের বিভিন্ন স্থানে এবং দেশের বাইরে (কলকাতা) নাটক প্রদর্শনির পরিকল্পনা রয়েছে।
যারা একনিষ্ঠভাবে মঞ্চ-নাট্যচর্চায় আাগ্রহী, সময়-শ্রম-মেধা ব্যয়ে প্রস্তুত এবং ঐতিহ্যের ধারায় বাঙালির আধুনিক থিয়েটার নির্মাণে দেশ নাট্যগোষ্ঠীর সহযাত্রী হতে প্রত্যাশী তাদেরকে দেশ পরিবার আন্তরিকভাবে আমন্ত্রণ জানায়।
যোগাযোগ করতে পারেন- দেশ নাট্যগোষ্ঠীর কার্যালয়, পৌর মার্কেট, দাউদনগর বাজার, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ। এ ছাড়াও ০১৭১৯১৪৯৭৭৮, ০১৭১১০০৭১৫৮, ০১৭১৭৪৯০৮৬২ নম্বরে কল করে বিস্তারিত জানা যাবে।