বানিয়াচং প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস-২০১৭ পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১০টায় দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ হতে এক যুব র্যালি বের করা হয়। র্যালিটি নতুনবাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় একই জায়গায় এসে সমাপ্ত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সারোয়ার সুলতানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি রেখাছ মিয়া।
র্যালিতে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অফিসের ক্রেডিট অফিসার মহিউদ্দিন আগাঁ খান, রাহ সমাজকল্যাণ পরিষদের সভাপতি সাদিকুর রহমান, পরিবার পরিকল্পনা পরিদর্শক আজাদুল ইসলাম, মেম্বার সরাজ মিয়া, উদ্যোক্তা আনসার আলী, প্রবাসী মুজিবুর রহমান,রাজু, হাবিব, দুদু মিয়া, কামাল প্রমুখ।