আখাউড়া থেকে ফিরে, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ বি-বাড়িয়া জেলার আখাউড়া উপজেলার তারাগন পীরবাড়ীর মরহুম পীরজাদা সৈয়দ তৌহিদ উল্লা শাহ (রঃ) এর ২য় পুত্র হাফেজ পীরজাদা সৈয়দ শারফিন শাহ ওরফে লিটন ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। ১০ আগষ্ট ২০১৭ বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টায় ঢাকার এপোলো হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। সে তারাগন হযরত পীর সৈয়দ শের আলী শাহ (রঃ) উত্তরসুরী বংশধর।
মৃত্যুকালে তিনি ৬ বোনের মধ্যে ৫ বোন, বড় ১ ভাই আমেরিকা প্রবাসী পীরজাদা সৈয়দ মহিতুল ইসলাম শারুপ, স্ত্রী, ২ ছেলে , ১ মেয়ে, নাতি নাতনী ও অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী সহ মুরিদান রেখে গেছেন। ১ম পুত্র সুপ্রিম কোর্টের আইনজিবী ও ২য় পুত্র কোর আনে হাফেজ শিক্ষার্থী।
গতকাল ১১ আগষ্ট ২০১৭ জুম্মা নামাজের পর তারাগন পীরবাড়ীর জামে মসজিদে ঈদগাহ মাঠে প্রায় ৫হাজার মুসল্লির অংশগ্রহনের মাধ্যমে ৫ বার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজা নামাজ শেষে তারাগন হযরত পীর সৈয়দ শের আলী (রঃ) দরবার শরীফে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।