স্টাফ রিপোর্টার : বাহুবলের কালি ছড়া বালুর মহালে ভ্রাম্যমান আদালতের অভিযান অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে(২০)হাজার টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালত।
বুধবার ৯ আগস্ট দুপুর ১ টারদিকে বাহুবল উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট মোঃ সফি উল্লাহ,র নেতৃত্বে বাহুবল মডেল থানার এ এস আই নজরুল ইসলাম সহ একদল পুলিশ নিয়ে কালি ছড়ায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ডের্সার মেশিন সহ ভাটপারা গ্রামের মৃত আমির হোসেন এর ছেলে আছকির মিয়া(২২)নামে এক শ্রমিককে আটক করা হয়।পরে অবৈধ বালু ব্যাবসায়ীরা কালি ছড়ায় আর বালু তুলবেনা শর্ত দিলে মেশিন সহ আছকিরকে স্থানীয় ওয়ার্ড মেম্বার আয়মন আলী ও এনাম মেম্বারের জিম্মায়(২০) হাজার টাকা অর্থদন্ড করে ছেড়ে দেওয়া হয়।
জানা যায়,বাহুবল উপজেলার ২ নং পুটিজুরী ইউনিয়নের মিরেরপারা গ্রামের পূর্ব দিকে দি- প্যালেস রিসোর্টের রাস্তার পাশে দীর্ঘদিন যাবৎ একটি প্রভাবশালী মহল বালু উত্তোলন করে আসছে।এ নিয়ে কিছু ব্যক্তির নাম উল্ল্যেখ করে জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। এ খবর উপজেলা প্রশাসনের নজরে আসলে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নেতৃত্বে বুধবার দুপুরে কালি ছড়ায় অভিযান চালিয়ে অবৈধ বালু ডের্সার মেশিন ও আছকির মিয়া নামের এক শ্রমিককে আটক করতে সক্ষম হন।
এ ব্যাপারে বাহুবল উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ সফি উল্লাহ,র সাথে যোগাযোগ করা হলে তিনি এর সত্যতা নিশ্চিত করেন।