নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।
বুধবার (৯ আগস্ট) ভোরে উপজেলার ডুবাই বাজারে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ দু’টি উদ্ধার করেছে। নিহত দু’জনের পরিচয় পাওয়া যায়নি।
তবে সড়ক দুর্ঘটনায় নিহত দুজন পিকআপ চালক ও তার সহযোগী বলে নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন খন্দকার।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসে ইনচার্জ জামাল উদ্দিন শাহীন বলেন, একটি সবজী বোঝাই পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো ন ১৮-৫৩৩) ঢাকা অভিমুখে যাচ্ছিল। ভোরে পিকআপ ভ্যানটি ঢাকা-সিলেট মহাসড়কে ডুবাই বাজারে পৌঁছলে সিলেটমুখী একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট ১১-১৮৮৩) সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। তাদের একজন পিকআপ চালক। তার বয়স (৩৫)। অপরজনের বয়স (৩০)।