নিজস্ব প্রতিনিধি : শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে গাছের টেন্ডার নিয়ে ক্রেতাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়ায় নিলাম বাতিল করা হয়েছে। এ ব্যাপারে টেন্ডারে অংশ নেয়া সিদ্দিক মিয়া, আক্কাছ মিয়া, মাসুক মিয়া, টিপু মিয়া, আলাউদ্দিন আহমেদ, আব্বাস উদ্দিন, জয়নাল সরদার, আব্দুল মন্নানসহ প্রায় ২০ ব্যক্তি অভিযোগ করেন- এখানে ওপেন টেন্ডারের কথা বলে শর্ত আরোপ করা হয়েছে। এ নিয়ে দিনব্যাপী তাদের মধ্যে উত্তেজনা চলে। পরে কর্তৃপক্ষ নিলাম বাতিল করেন।
সূত্র জানায়, স্কুল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তির মাধ্যমে গাছের টেন্ডার আহবান করেন। এ সংবাদ জানতে পেরে শনিবার সকাল থেকে স্কুল প্রাঙ্গণে নিলামে অংশ নিতে ব্যবসায়ীরা এসে জামানত জমা দেন। এ সময় কর্তৃপক্ষ তাদের জানান, নিয়মনীতি অনুসারে নিলাম দেয়া হবে। কর্তৃপক্ষের নীতি জানতে পেরে তাদের মধ্যে উত্তেজনা দেখা দিলে নিলাম বাতিল করা হয়।