নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে অবৈধ ট্রলির চাপায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে। নিহত মুবিন (৭) উপজেলা সদরের আদার বাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্র ও দোয়াখানী গ্রামের আব্দুল আলীর পুত্র।
এ ঘটনায় ঘাতক চালক প্রথমরেখ গ্রামের ফজলু মিয়ার পুত্র রাহেল মিয়া (৩০) কে জনতা আটক করে থানায় সোপর্দ করেছেন।
ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সকাল ১০ টায় উপজেলা সদরের আদার বাড়ি সড়কে। এলাকাবাসী জানান, স্কুল ছাত্র মুবিন পাশের পাড়ার তার বোনের বাড়িতে যাওয়ার সময় বেপরোয়া ট্রলির নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এসময় স্থানীয় জনতা ঘাতক চালক রাহেলকে আটক করে বানিয়াচং থানায় সোপর্দ করেন। ঘাতক ট্রলিটি স্থানীয়দের জিম্মায় রাখা হয়েছে। এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন।