বাহুবল প্রতিনিধি : বাহুবলে আব্দুল মনাফ ড্রাইভার (৪৫) কে আটক করেছে পুলিশ। সে উপজেলার হাফিজপুর গ্রামের মৃত সুন্দর আলীর পুত্র।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় কামাইছড়া ফাঁড়ির ইনচার্জ এসআই রূপু কর ও এএসআই আব্দুল কাদির জিলানীর যৌথ নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার হাফিজপুর চৌমুনী থেকে তাকে আটক করে। সে দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিক্রির চক্র তৈরি করে মাদক সাপ্লাই দিয়ে আসছিল। তার বিরুদ্ধে বাহুবল মডেল থানায় মাদক বিক্রির মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
বাহুবল মডেল থানার ইন্সপেক্টর মোঃ মাজহারুল হক বলেন, বাহুবলকে মাদকমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় মাদক বিক্রেতা আব্দুল মনাফকে দীর্ঘদিন ধরে খোঁজছিল পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আজ (গতকাল) তাকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল (আজ) তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।