আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জে নদীতে ডুবে মোঃ শাওন মিয়া (৮) নামে এক শিশু ছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার (২ আগষ্ট) বিকাল সাড়ে ৩ টায় এ ঘটনাটি ঘটে।
জানা যায়, আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের বিরাট উজানপাড়া গ্রামের রুবেল মিয়ার একমাত্র পুত্র সন্তান ও বাঁশহাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র মোঃ শাওন মিয়া তাদের বাড়ি সংলগ্ন কুশিয়ারার শাখা নদীতে তার সহপাঠিদের নিয়ে গোসল করতে নামে।
এ সময় সাঁতার কাটার এক পর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে যায়। বিষয়টি শাওনের সহপাঠিরা তার পিতা-মাতাকে জানালে তারা ও তাদের আত্মীয়-স্বজনরা মিলে পানিতে নেমে খোঁজাখুঁজি করেন।
প্রায় আধ ঘন্টা পর পানির নীচ থেকে তাকে উদ্ধার করা হয়। বিকাল পৌণে ৫ টায় তাকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকতাকে মৃত বলে ঘোষনা করেন।