নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বাহুবলে ২৬ পিস ইয়াবাসহ গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ী মানিক পালিয়ে যায়।
মঙ্গলবার (১ আগষ্ট) ভোররাতে উপজেলার হামিদনগর এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাহুবল মডেল থানার এসআই অজিত দাসের নেতৃত্বে একদল পুলিশ উপজেলা সদরের হামিদনগর এলাকায় মাদক ব্যবসায়ী মানিকের পরিত্যক্ত বাসায় অভিযান চালিয়ে ২৬ পিস ইয়াবা ও ৩শ ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
এসময় পুলিশের উপস্থিতি টার পেয়ে মানিক পালিয়ে যায়।
বাহুবল মডেল থানার সেকেন্ড অফিসার মফিদুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।