মনিরুল ইসলাম শামিম ॥ বাহুবলের ভাদেশ্বর ইউনিয়নে বিট পুলিশিং উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর জামে মসজিদ সংলগ্ন মাঠে মুক্তিযোদ্ধা আব্দুল মতিন খানের সভাপতিত্বে ও কামাইছড়া ফাঁড়ির ইনচার্জ এসআই রুপু করের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাহুবল-নবীগঞ্জ সার্কেলের এএসপি রাসেলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) বিশ্বজিত দেব, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল, সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য্য, ইউপি সদস্য তাজুল ইসলাম দুলাল প্রমুখ।
সভায় প্রধান অতিথি বলেন বাহুবলে মদ, জুয়া, হেরোইন ও ইয়াবা বন্ধে আমরা কাজ করে যাচ্ছি। এ কাজে সফল হতে হলে আপনাদের সর্বাত্বক সহযোগিতা প্রয়োজন। এছাড়াও ইভটিজিং বন্ধে এলাকার যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে পুলিশকে সহযোগিতা করারও আহ্বান জানান।