চুনারুঘাট থেকে : হবিগঞ্জ জেলার চুনারুঘাটে ৪বস্তা মদসহ বহনকৃত অটোরিকশাটি আটক করেছে পুলিশ।
শনিবার বেলা আড়াইটায় চুনারুঘাট-বাল্লা সীমান্তের বনগাও নামক স্থান থেকে মদের বস্তাগুলি আটক করে পুলিশ।
জানা যায়, চুনারুঘাটের বাল্লা সীমান্ত থেকে ৪ বস্তা মদ নিয়ে একটি অটোরিকশা (হবিগঞ্জ ট ১১-৩৩৪৬) হবিগঞ্জের উদ্যোশে রওয়ানা দিলে উপজেলার বনগাও নামক স্থানে অটোরিকশাটি পৌছলে স্থানীয় যুবকদের সন্দে হলে অটোরিকশাটি আটক করে। একপর্যায়ে অটোরিকশা চালক পালিয়ে যায়।
খবর পেয়ে চুনারুঘাট থানার এসআই হরিদাশ ও এএসআই শাহিনের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে ৪ বস্তা মদ সহ অটোরিকশাটি আটক করে থানায় নিয়ে আসে।