বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: বাহুবল মডেল প্রেস ক্লাব সদস্যদের সাথে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন মতবিনিময় করেছেন।
শনিবার সকাল ১১টায় ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর।
সাধারণ সম্পাদক এম. শামছুদ্দিন-এর পরিচালনায় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন নূরুল আমিন, এম সাজিদুর রহমান, নূরুল ইসলাম মনি, আব্দুল হান্নান রেনু, সাইফুর রহমান জুয়েল, এমএ মজিদ তালুকদার, ফয়সল আহমেদ চৌধুরী, এমএ জব্বার ফুল মিয়া, সেলিম আখঞ্জী, হুমায়ূন কবির, মইনুল ইসলাম, ইসমাইল মাহমুদ ফিরোজ, সোহেল আহমেদ, হাফিজুর রহমান মাসুক, মনিরুল ইসলাম শামিম ও সামিউল ইসলাম প্রমুখ। সভায় তিনি বাহুবল উপজেলার উন্নয়নের সাংবাদিকদের সহযোগিতা কমনা করেন।