ডেস্ক : রোববার ও মঙ্গলবারের এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ দুপুরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তার হেয়ার রোডের বাসভবনে সংবাদ সম্মেলন করে এ কথা জানান। রোববার থেকে বিএনপি জোট ৭২ঘন্টার হরতাল আহ্বানের পর আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়া হল।
মন্ত্রী জানান, স্থগিত পরীক্ষার তারিখ পরবর্তীতে ঘোষণা করা হবে। এছাড়া ১২ই ফেব্রুয়ারির স্থগিত পরীক্ষা ১৩ই মার্চ সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ১লা মার্চের পরীক্ষা ১৪ই মার্চ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।