মাধবপুর প্রতিনিধি : জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব আতিকুর রহমান আতিককে স্বাগত জানাতে হবিগঞ্জের মাধবপুরে বিশাল শো-ডাউন করেছে জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠন।
শুক্রবার (২৮ জুলাই) বিকেলে তিনি মাধবপুরে পৌঁছালে শতাধিক মোটর সাইকেল মিছিল দিয়ে তাকে স্বাগত জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সভাপতি কদর আলী মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, পৌর জাতীয় পাটির সভাপতি মিজানুর রহমান দুলাল, সেক্রেটারি কবির ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক হাজী আবুল বাশার, যুব সংহতির সভাপতি ফকির কাউছার আহাম্মেদ, সাধারণ সম্পাদক মো. ফিরোজ মিয়া সহ কয়েকশ নেতাকর্মী।
পরে মোটর সাইকেল শোভাযাত্রা সহ তিনি চুনারুঘাট জনসভায় যোগদান করেন।