নিজস্ব প্রতিনিধি, বাহুবল (হবিগঞ্জ): হবিগঞ্জের বাহুবলে দাখিল পরীক্ষায় নকল করার দায়ের দুই ছাত্রকে বহিষ্কার করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হক।
ঘটনাটি ঘটেছে শনিবার (২৮ ফেব্র“য়ারি) বাহুবল কেন্দ্রে (নং ৭২২) সাধারণ গণিত বিষয়ের পরীক্ষা চলাকালে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের অধিনে দাখিল পরীক্ষার শনিবার ছিল সাধারণ গণিত বিষয়ের পরীক্ষা।
এ পরীক্ষা চলাকালে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হক বাহুবল (কেন্দ্র নং ৭২২) পরিদর্শন করেন।
এ সময় ওই কেন্দ্রে পরীক্ষরত দ্বিমুড়া রাহমানিয়া ফাজিল মাদরাসার ছাত্র তারেক রহমান (রোল ২৯০২৩১) ও হিলালপুর হযরত শাহজালাল সুন্নীয়া দাখিল মাদরাসার ছাত্র রবিউল আউয়াল (রোল ২৯০৩১৬) কে নকল করা অবস্থায় হাতেনাতে ধরে পেলেন। পরে পরীক্ষায় নকল করার দায়ের ওই দুই ছাত্রকে বহিষ্কার করা হয়।
এ ব্যাপারে ওই কেন্দ্রের তত্ত্বাবধায়ক ও মিরপুর দাখিল মাদরাসা সুপার মাওলানা আলাউদ্দিন-এর সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।