নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলার নবীগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় ফজর উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যায় নবীগঞ্জ সড়কের উজিরপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
সে নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের খলিলপুর গ্রামের মৃত আসকর মোহাম্মদের পুত্র।
জানা যায়, মঙ্গলবার সন্ধায় তিনি ওই এলাকার রাস্তার পাশ দিয়ে হেটে যাচ্ছিল। এসময় একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে।
রাত ১২ টায় সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।