সামিউল ইসলাম, বাহুবল থেকে : বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন বলেন, বাহুবল একটি সম্ভবনাময় জনপদ। পরিকল্পিত কিছু উদ্যোগ নিলে এ জনপদকে দ্রুত এগিয়ে নেয়া সম্ভব। এটা করতে পারলে এখানকার মানুষের জীবনযাত্রা আরো গতিশীল হবে।
তিনি আরো বলেন, শিক্ষাসহ সকল ক্ষেত্রে এ উপজেলার অনগ্রসরতার কারণগুলো চিহ্নিত করতে হবে। এ লক্ষ্যে আমি কিছু পরিকল্পনা তৈরি করেছি। অচীরেই বাস্তবায়নে নামব। এ কাজে সকলের সহযোগিতা আমার প্রয়োজন। তিনি বলেন, এ উপজেলার সর্বস্তরের মানুষ, বিশেষ করে উপজেলা চেয়ারম্যানসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ আমাকে সমর্থন দেয়ায় দ্রুততম সময়ে বাহুবল বাজারের যানজট নিরসন করতে পেরেছি। যার সুফল এলাকার মানুষ পাচ্ছেন। জনস্বার্থ সংশ্লিষ্ট ও জনবান্ধব সকল কাজে জনগণ, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
শনিবার সন্ধ্যা ৭টায় তার কার্যালয়ে বাহুবল মডেল প্রেস ক্লাব সদস্যদের সাথে মতবিনিময়কালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শফিউল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, সাধারণ সম্পাদক এম. শামছুদ্দিন, মাওলানা নূরুল আমিন, পংকজ কান্তি গোপ, সাইফুর রহমান জুয়েল, এম.এ মজিদ তালুকদার, ফয়সল আহমেদ চৌধুরী, সেলিম আখঞ্জি, মোশাহেদ উদ্দিন চৌধুরী, আব্দুল হান্নান রেনু, এমএ জব্বার ফুল মিয়া, এম সাজিদুর রহমান, নূরুল ইসলাম মনি, আজিজুল হক সানু, হুমায়ূন কবির, মঈনুল ইসলাম, সোহেল আহমেদ, মনিরুল ইসলাম শামিম ও সামিউল ইসলাম, কাজী সবুর আহমেদ প্রমুখ।