ছনি চৌধুরী,হবিগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ইনাতগঞ্জ ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর ছাত্র/ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে কলেজ প্রাঙ্গণে ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সঞ্জিত সেন রায় এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হবিগঞ্জ ১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু।
বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) নাজমা বেগম, অত্র কলেজের উপাচার্য নুরুল আমীন, নবীন বরণ কমিটির আহবায়ক জয়নাল আবেদীন খান জিন্নাহ, দৈনিক যুগান্তর নবীগঞ্জ প্রতিনিধি সরওয়ার শিকদার, দৈনিক ভোরের পাতা’র নবীগঞ্জ প্রতিনিধি রাকিল হোসেন,জেলা জাতীয় পাটির সদস্য হাজী জমেশদ আলী,ইনাতগঞ্জ ইউনিয়ন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি সিরাজ উদ্দিন,সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম,ইনাতগঞ্জ কলেজ পরিচালনা কমিটির সদস্য জসিম উদ্দিন, আব্দুর রউফ, প্রবাসী শফি মোস্তফা, কলেজের প্রভাষক নেপাল চন্দ্র রায়,খলিলুর রহমান ভুইয়া,মুস্তাহিদ উদ্দিন,জহিরুল ইসলাম,গৌর শংকর,প্রসুন রায়,নৃপেশ চন্দ্র সুত্রধর,নিউটন রায়,কলেজের ছাত্র জাহান আহমদ,কাইপো আহমদ,লিমা আক্তার,সুমা আক্তার প্রমুখ।
অনুষ্টান শুরুতেই কোরআন তেলাওয়াত করেন মোঃ ইমরানুল হক। গীতা পাঠ করেন সুরঞ্জিত দাশ।