হবিগঞ্জ প্রতিনিধি :মেঘের পরে রোদ এলেই খালেবিলে মাছ ধরা যায় বেশি। বৃহস্পতিবারের বৃষ্টির পরে আজ শুক্রবার রৌদ্র উঠলে হবিগঞ্জের বিভিন্ন হাওড়ে দেখা যায় শখের বশে অনেকেই মাছ শিকার করতে বেড়িয়েছেন।
হবিগঞ্জের বাইপাস সড়কের ভাদৈ এ মাছ ধরছেন সেলিম মিয়া, মাছ ধরতে নিয়ে এসেছেন তার ছেলে, মেয়ে ভাতিজাকেও। উনার সাথে কথা বললে তিনি জানান রৌদ্র উঠায় ভালই দেশি মাছ ধরা পড়ছে। পুটি, শিং, মাগুর, বাইম, লাটি মাছ সহ হরেক রকমের মাছ ধরেছেন তিনি।
মাছ ধরে দেখা যায়, উনার ছেলে মেয়েদের মুখে প্রানবন্ত হাসি। তিনি আরো জানান, শখের বশেই নিজের জমিতেই মাছ ধরতে এসেছেন, এসব মাছে ভিন্ন ধর্মের সাধ পাওয়া যায়।
এভাবে হবিগঞ্জের বিভিন্ন খালে বিলে মাছ ধরার ধুম পড়তেই দেখা যায়। মাছ শিকার করতে আসা বুলু মিয়ার সাথে কথা বললে তিনি বলেন, গরমে অনেক মাছ ভেসে উঠে, বৃষ্টি শেষে রোদ পড়লে মাছ ধরা সহজ, তিনি প্রায়ই পেলুইন নিয়ে ছোট মাছ সংগ্রহ করে থাকেন।