বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে সিএনজি অটোরিকশা খাদে পড়ে দুর্ঘটনায় ২ জন অাহত হয়েছেন।
শুক্রবার (২১ জুলাই) বেলা ১২টার দিকে হবিগঞ্জ-বানিয়াচং অাঞ্চলিক সড়কের রত্না নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
অাহতরা হলেন- শরীফখানী মহল্লার অাবু তালেব মিয়ার পুত্র মো. নাইম ইসলাম (২৩) ও শেখের মহল্লার মো. হুসেন মিয়া (৪০)। অাহত নাইম ব্রাম্মণবাড়িয়া সরকারি কলেজের স্নাতক চতুর্থ বর্ষের ছাত্র।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল ১১ টার দিকে বানিয়াচং থেকে হবিগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশা রত্না ব্রিজের কাছে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে সিএনজি অটোরিকশাটি পার্শবর্তী খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা অাহতদের উদ্ধার করে হবিগঞ্জ অাধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।