মনিরুল ইসলাম শামিম ॥ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিনের ঐকান্ত প্রচেষ্টায় ও অন্যান্যদের আন্তরিক সহযোগিতায় বাহুবল বাজারের প্রধান সড়ক যানজটমুক্ত হওয়ায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বিষয়টিকে ভূয়সী প্রশংসা করা হয়েছে। তাছাড়া বাহুবলে মদ, জুয়া, হেরোইন, ইয়াবা ও নারী ব্যবসার সাথে জড়িত অপরাধীরা কিছু দিন বন্ধ থাকার পর আবারও নতুন করে মাথাচাড়া দিয়ে উঠায় তাদের বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর সিদ্ধান্ত হয়। এছাড়াও বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর- এর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের নিন্দা জানিয়ে তা প্রত্যাহারের দাবী জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ১১টায় বাহুবল উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন-এর সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটি মাসিক সভায় উল্লেখিত সিদ্ধান্ত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা খানম, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল হক, উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি আব্দুন নূর মানিক, ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম, শামছুদ্দিন তারা মিয়া, শাহ আব্দাল মিয়া, আজমল হোসেন চৌধুরী, হাবিবুর রহমান চৌধুরী টেনু, সাইফুদ্দিন লিয়াকত, কামরুজ্জামান বশির, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, বাহুবল কলেজের অধ্যক্ষ আবদুর রব শাহিন, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. বাবুল কুমার দাশ, প্রাণী সম্পদ কর্মকর্তা আজিজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা ফরিদা পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা বেগম, একটি বাড়ী-একটি খামার প্রকল্পের সমন্বয়ক রৌশনারা বেগম প্রমুখ।