বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় গ্রাম্য সালিশের রায় মেনে নিতে না পেরে আত্মহত্যা করেছেন সাবিনা বেগম (১৯) নামে এক তরুণী।
সোমবার (১৭ জুলাই দুপুরে উপজেলার কাগাপাশা ইউনিয়নের লোহাজুরি গ্রামে নিজের ঘরে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মঙ্গলবার (১৮ জুলাই) হবিগঞ্জ মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একই গ্রামের নান্দু মিয়ার ছেলে জুম্মন মিয়া (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
নিহত সাবিনা লোহাজুরি গ্রামের দিনমজুর নিবরসা মিয়ার মেয়ে।