নিজস্ব প্রতিনিধি,বানিয়াচঙ্গ (হবিগঞ্জ): হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের সকল রাস্তাকে প্রসস্ত করে অগ্নি নির্বাপক গাড়ি নির্বিগ্নে চলাচলের উদ্যোগ ও সাথে সাথে যানজট মুক্ত করতে সমন্বিতভাবে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।
সে লক্ষ্যে বানিয়াচঙ্গ সদরের ৪ ইউ.পি চেয়ারম্যান এলাকার জনগনের অংশগ্রহনের মাধ্যম গ্রামীন রাস্তা প্রশস্ত করনসহ যানজট মুক্ত বানিয়াচং গড়ার সিদ্ধান্ত নিয়েছে এবং শীঘ্রই মাইকিং করে উন্নয়ন কর্মসুচি বাস্তাবায়নের আহ্বান জানানো হইবে।
শুক্রবার বানিয়াচঙ্গ সদর উত্তর পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মোঃ হায়দারুজ্জামান খান ধন মিয়া এর সভাপতিত্বে অফিস কক্ষে অনুষ্ঠিত বৈঠকে ৪ ইউপি চেয়ারম্যান আলোচনাক্রমে মহাগ্রাম বানিয়াচঙ্গের সার্বিক উন্নয়নে সিদ্ধান্ত গ্রহন ও বাস্তবায়নের দিনক্ষণ নির্ধাণ করেন।
এছাড়া সদরের আইন শৃঙ্খলার সার্বিক উন্নয়নে কঠোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৈঠকে উপস্থিত ৩ চেয়ারম্যান হচ্ছেন বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, বানিয়াচং সদর উত্তর পূর্ব ইউ.পি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান খান ও বানিয়াচং সদর দক্ষিণ পূর্ব ইউ.পি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান।