নিজস্ব প্রতিনিধি : সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মহিবুর রহমানের নাম ঠিকানা সংশোধন করে পঞ্চম দফা চার্জশিট দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তাকে আগামী ১৮ মার্চ চার্জশিট জমা দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল আদালত-১ এর বিচারক নিশাত সুলতানা এ নির্দেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী আলমগীর ভূঁইয়া বাবুল আদালতের নির্দেশের বিষয়টি জানিয়েছেন।
গত বছরের ২১ ডিসেম্বর কিবরিয়া হত্যা মামলায় চতুর্থ দফায় সম্পূরক চার্জশিট দাখিল করা হয়। বিএনপি নেতা ও সিলেট সিটি কর্পোরেশন মেয়র (বরখাস্ত) আরিফুল হক চৌধুরী এবং হবিগঞ্জ পৌরসভার মেয়র (বরখাস্ত) ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক জি কে গউছের নাম ঠিকানা সংশোধন করে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেরুননেছা পারুল।
১৩ নভেম্বর নতুন ১১ জনসহ ৩৫ জনের নাম উল্লেখ করে তৃতীয় দফায় সম্পুরক চার্জশিট দাখিল করা হয়। এতে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপি নেতা হারিস চৌধুরী ও হবিগঞ্জ পৌর মেয়র জেলা বিএনপি সাধারণ সম্পাদক জি কে গউছকে অন্তর্ভুক্ত করা হয়।
আরিফুল হক চৌধুরী ও জি কে গউছ কারাগারে আছেন।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জে বৈদ্যের বাজার এলাকায় জনসভা শেষে ফেরার পথে গ্রেনেড হামলায় নিহত হন শাহ এ এম এস কিবরিয়াসহ পাঁচজন ।