সৌদিআরব প্রতিনিধি : সৌদি আরবে একটি ঘরে আগুনে ১১ শ্রমিক নিহত হয়েছেন, যাদের সবাই বাংলাদেশ ও ভারতের নাগরিক বলে দেশটির সংবাদমাধ্যমের খবর।
আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার দক্ষিণাঞ্চলীয় নজরান প্রদেশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতদের বাইরের আরও ছয়জন আহত হয়েছেন। তারাও বাংলাদেশ ও ভারতের নাগরিক।
তবে হতাহতদের মধ্যে কয়জন বাংলাদেশি সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
সৌদির সিভিল ডিফেন্সের এক টুইটে বলা হয়েছে, “অগ্নিনির্বাপনকর্মীরা একটি পুরাতন বাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে, যেখানে বাতাস চলাচলের জন্য জানালা ছিল না।
“ধোঁয়ায় দম বন্ধ হয়ে ১১ জন মানুষ মারা গেছেন এবং অপর ছয়জন আহত হয়েছেন।”