নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের পার্শের সরকারী মুল্যমান গাছ কেটে নিচ্ছে প্রভাবশালীরা। গতকাল বুধবার সকালে এ সড়কের শিবগঞ্জ বাজারে এই গাছ কাটা হয়। এতে সরকার প্রচুর পরিমান টাকা রাজস্ব হারাচ্ছে। হবিগঞ্জের সড়ক ও জনপথ বিভাগ বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার কথা জানালেন।
স্থানীয় সুত্রে জানাযায়, নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের শিবগঞ্জ বাজারের সন্নিকটে একটি অবৈধ স’মিল গড়ে উঠার পর থেকে নিকটবর্তী সরকারী মুল্যমান বিভিন্ন জাতের গাছ মিল মালিক নানা অজুহাতে কেটে নিয়ে যায়। সরকারের নিয়মনীতির তোয়াক্কা না করে এসব গাছগুলো কেটে নিয়ে যাওয়ায় সরকার অনেক টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। আর এসব কাজে স্থানীয় প্রভাবশালীদের হাত থাকায় কেউ মুখ খোলতে সাহস পায়না বলেও অভিযোগ রয়েছে। গতকাল বুধবার সকালে ঘটনাস্থল গিয়ে দেখা যায়, সড়কের নিকটবর্তী সরকারের জায়গায় প্রায় ৫০/৬০ হাজার টাকার মুল্যের একটি মুল্যমান গাছ কেটে নিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় তহশীলদার সরজমিনে গেলে ওই প্রভাবশালীরা মালিকানা ভুমি দাবী করে তাদের বিদায় করে দেন। এ ব্যাপারে হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের এস ডি রুকুনুজ্জামান জানান, খবর পেয়ে অফিস থেকে লোক পাঠানো হযেছে এবং গাছ কাটা বন্ধ রয়েছে। তদন্ত করে গাছের মালিকানা সরকারের হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।