নিজস্ব প্রতিনিধি ॥ বাহুবলে হবিগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু এমপির ২০১৬-১৭ অর্থ বছরের বরাদ্দকৃত গ্রামীণ অবকাঠামো প্রকল্পের আওতায় ২শত জন গরীব অসহায়ের মাঝে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার লোহাখলা গ্রামের আব্দুস সহিদের বাড়ীতে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে এ প্রকল্পের উদ্বোধন করা হয়। পরে উপজেলার দশকাহনিয়া গ্রামের জাকারিয়া মিয়া, হামিদনগর আবাাসিক এলাকার কিবরিয়া হোসেন, বাহুবল বাজারের ইসলাম উদ্দিন, মানিকা গ্রামের আব্দুল্লাহ একই গ্রামের মসজিদ ও রাজসুরত গ্রামের নূর মিয়া বাড়ীতে সোলার প্যানেল স্থাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকর্তা, আইডিএফ বাহুবল শাখার ম্যানেজার মেহেদী হাসান।