মনিরুল ইসলাম শামিম ॥ “পরিবার পরিকল্পনা : জনগণের ক্ষমতায়ন, জাতির উন্নয়ন, বিশ্ব জনসংখ্যা দিবস এই শ্লোগানটি সামনে রেখে বাহুবলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিনের সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা পরিদর্শক হুমায়ুন রশিদ রিমনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই।
সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ শফিউল্লাহ, ইউপি চেয়ারম্যান সাইফুদ্দিন লিয়াকত, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, উপজেলা শিক্ষা কর্মকর্তা নূর মোঃ রুহুল ছগীর, সমবায় কর্মকর্তা মমতাজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হোসেন শাহ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুহেল আহমেদ কুটি, ডা. রতœদীপ বিশ্বাস, পরিবার পরিকল্পনা পরিদর্শক সাজ্জাদ হোসেন, উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডা. ইকবাল আহমেদ চৌধুরী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ।
সভায় পরিবার কল্যাণ সহকারি মুর্শিদা খাতুন, পরিবার কল্যাণ পরিদর্শিকা মুক্তি রাণী দে ও মিরপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রকে বিগত বছরে সেবা প্রদানে শ্রেষ্ঠত্ব অর্জন করায় সনদপত্র প্রদান করা হয়। এছাড়াও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সেবা খাতে সর্বোচ্চ অবদান রাখায় মিরপুর ইউপি চেয়ারম্যান সাইফুদ্দিন লিয়াকত কে শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।সভার পূর্বে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান রাস্তা প্রদক্ষিণ করে।