বদরুল আলম চৌধুরী : অস্ত্র ও বিস্ফোরক মামলায় জেএমবি সদস্য হারুনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেছে আদালত।
মৌলভীবাজারের জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা জজ মোহাম্মদ রফিকুল ইসলাম এ রায় পদান করেন ।
ঘটনার তথ্য অনুসারে জানা যায়, ২০১৬ সালের ১৫ জুন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের উত্তর বুধপাশা এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গী সংঘঠন জেএমবি সদস্য লুৎফুর রহমান হারুনকে গ্রেফতার করে পুলিশ ।
এ সময় ১টি দেশীয় তৈরী এলজি ২টি কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে কুলাউড়া থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে পুলিশ বাদী হয়ে মামলা করে।
দীর্ঘ শুনানির পর ০৯ জুলাই রোববার দুপুরে বিজ্ঞ আদালতের বিচারক জেএমবি সদস্য লুৎফুর রহমান হারুনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেন।
উল্লেখ্য, লুৎফুর রহমান হারুন ২০০৫ সাল হইতে ২০০৭ সাল পর্যন্ত ভারতের দেওবন্দ মদ্রাসায় লেখাপড়া করেন। তাকে দিল্লী রেলষ্টেশন হইতে এ্যাক্লুসিভ প্লানিং এ্যাক্ট এবং ফরেনার্স এ্যাক্ট-এ গ্রেফতার হয়। ওই ঘটনায় ভারতের তিহার জেলে যাবৎজীবন সাজা প্রাপ্ত আসামী হিসাবে সাজা ভোগ করে।
সে ২০০৪ সালে কুলাউড়ার পৃথিমপাশাস্থ শাহ ডিংগীর মাজারে বোমা বিস্ফোরন ও ২০১৫ সালের ১৭ আগষ্ট সিরিজ বোমা হামলার মামলা সহ আরো কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে।