আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জে দুলাল মিয়া (৩৫) নামের এক আন্তঃজেলা ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে আজমিরীগঞ্জ থানা পুলিশ।
শনিবার (৮ জুলাই) ভোররাতে উপজেলার যশকেশরী গ্রামের নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ডাকাত উপজেলা যশকেশরী গ্রামের মো: ছুরত আলীর ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবপাশা ফাঁড়ির ইনচার্ এএসআই মোঃ কামরুল ইসলাম মোল্লার নেতৃত্বে একদল পুলিশ এলাকার যশকেশরী গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে গ্রেফতার করে আজমিরীগঞ্জ থানায় নিয়ে আসে।
পরে শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়। পুলিশ জানায় সে ডাকাতি মামলার ওয়ারেন্টের আসামী। সে র্দিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে বেড়াচ্ছিল্।